বাঁচা-মরার ম্যাচে আগে বোলিংয়ে যুবারা 

  • Apon tariq
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুবাদের জন্য এটি কার্যতই বাঁচা-মরার লড়াই। যুব বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮৪ রানে হেরেছে বাংলাদেশ। এতে গ্রুপ পর্বের বাঁধা পেরোতে এ ম্যাচে জয় অনেকটা অবধারিত হয়ে দাঁড়িয়েছে শিবলি-রাব্বিদের। সেখানে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। 

এতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো পেলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি আইরিশ ওপেনাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে আইরিশরা। 

বিজ্ঞাপন

বিশ্বকাপে টিকে থাকার এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটার জিশান আলমের পরিবর্তে জায়গা মিলেছে আদিল বিন সিদ্দিকের। এবং পেসার ইকবাল হোসেন ইমনের বদলে একাদশে এসেছেন রাফি উজ্জামান রাফি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা।