মৃধার ফাইফারের পরও আড়াই’শ পার ভারতের 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বল হাতে যুব বিশ্বকাপের শুরুটা বেশ ভালো পেয়েছিল বাংলাদেশ। দলীয় ৩১ রানেই ভারতের শুরুর দুই ব্যাটারকে সাজঘরে ফেরান বাঁহাতি পেসার মারুফ মৃধা। তবে সেখানে চাপ সামলে নেন আরেক ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদায় সাহারান। তাদের ১১৬ রানের সময় উপযোগী জুটিতেই গড়ে যায় চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত। তবে তাদের ফেরার পর আরও একবার বর্তমান চ্যাম্পিয়নদের পেস তোপে ভোগান মারুফ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ফাইফার তুলে নেন এই বাঁহাতি পেসার। এতে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানে থামে ভারত অনূর্ধ্ব-১৯ দল।  

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। সেখানে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে উদায় সাহারানের দল। ৭ রান করে পেসার মারুফ মৃধার বলে ফেরেন ওপেনার আরশিন কুলকারনি। এরপর দলীয় ৩১ রানের মাথায় তিনে নামা মুশির খানকেও সাজঘরের রাস্তা দেখান মারুফ। 

বিজ্ঞাপন

তবে শুরুর সেই চাপ বেশ ভালোভাবেই সামাল দেন আদর্শ ও উদায়। দলীয় সর্বোচ্চ ৭৬ রানে ফিরলে ভাঙে তাদের ১১৬ রানের দুর্দান্ত জুটি। দলকে সেই ব্রেক থ্রুটি এনে দেন মোহাম্মদ রিজওয়ান। এরপর বেশিক্ষণ টিকেননি উদয়ও। ৬৪ রান করে ভারতের এই অধিনায়ককে ফেরান বাংলাদেশের অধিনায়ক রাব্বি। সেখান থেকে বড় সংগ্রহের ইঙ্গিত দিলে আরও একবার পেস তোপে বর্তমান চ্যাম্পিয়নদের ভোগান মারুফ। এতে সংগ্রহ সেই হারে বাড়েনি ভারতের। আড়াই’শ পেরিয়ে থামে ২৫১ রানেই। 

আসরের প্রথম ম্যাচেই ফাইফার তোলেন মারুফ। যেটি তুলতে ৮ ওভার বল করে ৪৩ রান খরচ করেন এই তরুণ তারকা পেসার।