শুরুতেই ভারতকে চাপে ফেলেছে যুবারা 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুব বিশ্বকাপের ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সেখানে শুরুতেই বর্তমান চ্যাম্পিয়নদের চাপে রেখেছে পেসাররা। দলীয় ৩১ রানের মাথায় শুরুর দুই ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন তরুণ তারকা পেসার মারুফ মৃধা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেটে ৪৫ রান তুলেছে ভারত। 

ভারত বরাবরই কঠিন প্রতিপক্ষ হলেও ২০২০ আসরে তাদের হারিয়েই নিজেদের প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। 

বিজ্ঞাপন

এদিকে আসরের প্রথম ম্যাচে টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষেই। সেখানে টসে জিতে আগে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯  একাদশ: আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাবি (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানাত দৌল্লা বর্ষণ।

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), শচীন ধস, প্রিয়াংশু মোলিয়া, অ্যারাভেলি অবনীশ, মুরুগান অভিষেক, সৌমি পান্ডে, রাজ লিম্বানি, নমন তিওয়ারি।