ভারত-পরীক্ষা দিয়ে শুরু যুবাদের বিশ্বকাপ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

শেষবার যুব বিশ্বকাপের শিরোপা বাংলাদেশের ছেলেরা ঘরে এনেছিল ২০২০ সালে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই ইতিহাস গড়েছিল আকবর আলীরা। আবারও চার বছর পর একই মাটিতে মাঠে গড়াচ্ছে যুব বিশ্বকাপের আসর। এবারের মিশন, বিশ্বকাপ পুনরুদ্ধারের।

আজ শনিবার (২০ জানুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ সফর। আগের যেকোনো বিশ্বকাপের চেয়েই এবার টাইগারদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেশি। কারণ গত মাসেই প্রথমবারের মতো টাইগার যুবাদের হাতে প্রথমবারের মতো উঠেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্মারক এশিয়া কাপ।

বিজ্ঞাপন

এশিয়া কাপ জয় করে এবার দলটা বিশ্বকাপের ট্রফিটি উঁচিয়ে ধরতে বিভোর। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে এবার বাংলাদেশের যুবারা বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি ম্যাচে শুরুতে শ্রীলঙ্কার কাছে পরাজয় হজম করলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাঁচ উইকেটে।

অধিনায়ক রাব্বি বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আশা করি, আমরা ভালো কিছু করতে পারব। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই। চেষ্টা করব যত কম ভুল করা যায়।‘

টাইগার যুবাদের কোচ জানান, ‘এশিয়া কাপ জেতার পর থেকে দলের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করছে। তবে এটা নতুন টুর্নামেন্ট। আমাদের নিজেদের দক্ষতা দেখাতে হবে। স্নায়ুর চাপ সামলাতে হবে। তবেই আমরা বিশ্বকাপে সফল হতে পারব।,

আজ ব্লুমফন্টেইনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ২০২০ বিশ্বকাপ ফাইনালে এই ভারতকে হারিয়েই শিরোপার দেখা পেয়েছিল বাংলাদেশ। গত ডিসেম্বরে এশিয়া কাপের সেমিফাইনালেও বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। আজ তাই ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

তবে কোচ এই বিষয়ে বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটা ব্যতিক্রম কিছু নয়। অন্য ম্যাচের মতোই একটা ম্যাচ। আমি ছেলেদের এই ম্যাচ নিয়ে চাপ দিতে চাই না। ওরা ভালো দল, টুর্নামেন্টের ফেবারিট, এটা আমরা সবাই জানি। তবে আমরা এটাকে সাধারণ একটা ম্যাচ হিসেবেই দেখছি।‘

ব্লুমফনন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।