হাসারাঙ্গার স্পিন ভেলকিতে সিরিজ শ্রীলঙ্কার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নাটকীয় জয়ে দারুণ কিছুর সম্ভাবনা জাগিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ টি-টোয়েন্টিতে সে আশায় গুঁড়েবালি। লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন ভেলকিতে মাত্র ৮২ রানে গুটিয়ে ৯ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে। ২-১ ব্যবধানে সিরিজ হয়েছে শ্রীলঙ্কার।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে অতিথিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। দ্বিতীয় বলেই ওপেনার ক্রেইগ এরভিনকে (০) হারালেও শুরুটা একেবারে মন্দ হয়নি জিম্বাবুয়ের। পাওয়ারপ্লের মধ্যেই তাদের রান ছাড়িয়ে যায় পঞ্চাশের ঘর।

বিজ্ঞাপন

এরপরই ধসের শুরু। ৫১ রানে তৃতীয় উইকেটের পতনের পর মাত্র ৩১ রানের মধ্যে সবকটি উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। ৪ ওভারে ১৫ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ত্রাস হিসেবে নিজেকে জাহির করেন লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা। দুটি করে উইকেট পান অ্যাঞ্জেলো ম্যাথুস এবং মহিশ তিকশানা।  

৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। ৩৩ রান করে কুশল মেন্ডিস আউট হন। তবে ২৩ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন পাতুম নিসাঙ্কা।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। সে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা। বৃষ্টিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ভেসে যায়।