রোহিত-রিঙ্কুর বিশ্বরেকর্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা ও রিঙ্কু সিং

রোহিত শর্মা ও রিঙ্কু সিং

২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। মনে হচ্ছিল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তান রাজত্ব করবে। কিন্তু সব হিসাব পাল্টে দিলেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং।

বেঙ্গালুরুতে বুধবার চাপের মুখে দাঁড়িয়ে টি-টোয়েন্টিতে পঞ্চম সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। বিশ্বের একমাত্র ব্যাটার হিসাবে এই রেকর্ড গড়লেন হিটম্যান। পাশে রিঙ্কু তুললেন ঝড়। 

বিজ্ঞাপন

১৯০ রানের জুটি গড়েন রোহিত ও রিঙ্কু। দু'জন খেলেন মাত্র ১০০ বল। ভারত অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত থাকেন ১২১ রানে, খেলেন মাত্র ৬৯ বল। টি-টোয়েন্টিতে এটিই রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস। দু'জন মিলে গড়লেন বিশ্বরেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টির রেকর্ডও গড়া হয়ে যেত; সে রেকর্ডটা গড়েন সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ মিলে, গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১৯২ রান তুলেন পঞ্চম উইকেটে। সে রেকর্ডটা একটুর জন্য ভাঙা হলো না রোহিত-রিঙ্কুর।

রিঙ্কু অপরাজিত ৩৯ বলে ৬৯ রানে। রিঙ্কুরও এটি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস। দু'জনে মিলে ১৪টি ছক্কা হাঁকালেন। আফগান বোলারদের কাঁদিয়ে শেষ চার ওভারে তুললেন ৮১ রান! রোহিত-রিঙ্কুর ব্যাটেই ২২ রানে ৪ উইকেট খুইয়ে চাপে থাকা ভারত তুলল ২১২ রান।