মন্ত্রী হয়েই সালাহউদ্দিনের খোঁজ নিলেন পাপন

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ফুলেল শুভেচ্ছায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আজ রবিবার প্রথম কর্মদিবস পালন করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় ক্রীড়া পরিষদে তাকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।

ক্রীড়াঙ্গনের সকল ফেডারেশনের মতো এদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এসেছিল নতুন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে। বাফুফে থেকে একজন সহ-সভাপতি ও দুই জন সদস্য উপস্থিত ছিলেন। আর ছিলেন সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের কয়েকজন স্টাফ।

বিজ্ঞাপন

বাফুফের প্রতিনিধিদের কাছে নতুন ক্রীড়ামন্ত্রী পাপন জানতে চেয়েছিলেন সভাপতি কাজী সালাহউদ্দিনের অবস্থা। সম্প্রতি বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে বাফুফে সভাপতিকে। তাই তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন পাপন।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সভাপতির শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের জিজ্ঞেস করেছেন এবং তাকে দেখতে যাওয়ার ইচ্ছও প্রকাশ করেছেন।‘

বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন যেমন তার দায়িত্ব পালন করে এসেছেন, ঠিক সেরকম ক্রীড়ামন্ত্রী হিসেবেও সফলভাবে তিনি তার দায়িত্ব পালন করে দেখাবেন বলে আশা করেন সকলেই।