বিদায়বেলায় ওয়ার্নারকে পাকিস্তান দলের উপহার 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিডনি টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেটে বিদায় জানিয়েছেন অজিদের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে এটি তিনি আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। এতে তার বিদায় মুহূর্ত স্মরণীয় করে রাখতে নানান আয়োজনে মেতেছে সতীর্থ ও ভক্তরা। সেই দলে নাম লেখাল প্রতিপক্ষরাও। বিদায়বেলায় ওয়ার্নারকে বিশেষ এক উপহার দিল পাকিস্তান দল।

ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার হাতে স্মারক হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের জার্সি তুলে দেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক শান মাসুদ। যেখানে স্বাক্ষর করেছেন পাকিস্তান দলের সকল ক্রিকেটার।

বিজ্ঞাপন

ওয়ার্নারের হাতে বাবরের জার্সি তুলে দেওয়ার সময় মাসুদ বলেন, ‘এটা বাবর আজমের জার্সি, যেখানে পাকিস্তানের বর্তমান টেস্ট দলের সবার স্বাক্ষর আছে।’ এবং আগামী দিনের জন্য তাকে (ওয়ার্নার) শুভকামনাও জানান পাকিস্তান অধিনায়ক। 

নিজের বিদায়ী ইনিংসটা ব্যাট হাতেও রাঙালেন ওয়ার্নার। করেছেন ৭৫ বলে ৫৭ রানে। সাদা জার্সি গায়ে অজিদের হয়ে এ নিয়ে ১১২টি টেস্ট খেলেন এই বাঁহাতি ব্যাটার। সেখানে ৪৪ দশমিক ৫৯ গড়ে করেছেন ৮ হাজার ৭৮৬ রান। যেখানে ২৬টি সেঞ্চুরি ছাড়াও আছে ৩৭টি ফিফটির মার।