শান্ত-শরিফুলে মুগ্ধ হাথুরু বললেন, সফর সফল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেষটাতে এসে সমীকরণ মিলল না! নিউজিল্যান্ডকে তাদের মাঠে সিরিজে হারানোর সুযোগটাও হাতছাড়া হয়ে গেল! রোববার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বৃস্টি আইনে ১৭ রানে হারল বাংলাদেশ। সিরিজ শেষ ১-১ সমতায়। কিউই সফরে এবারই প্রথম কোনো সিরিজ ড্র করল বাংলাদেশ দল।

তাইতো মাউন্ট মঙ্গানুইতে ম্যাচ শেষে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখে হাসি। গণমাধ্যমের সামনে যেমনটা বলছিলেন তিনি, ‘আমরা নিউজিল্যান্ডে আগে কী করেছি, তা নিয়ে আমরা সিরিজের শুরুতে কথা বলেছি। আমরা আগের চেয়ে ভালো কিছু করতে চেয়েছিলাম। সেই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে এই সফরকে খুব সফল বলব।’

বিজ্ঞাপন

সব মিলিয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২০২২ সাল অব্দি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২টি ম্যাচ খেলেও জয় পায়নি বাংলাদেশ। গত দুই বছরের মধ্যেই জয় এসেছে ফরম্যাটে। এবার সাফল্য এলো। তাইতো হাথুরুসিংহে বলেন, ‘খেলোয়াড়দের মানসিকতা। দলটা তরুণ। ওদের কোনো ভয় নেই। প্রতিযোগিতা করতে মুখিয়ে ছিল ওরা।’

প্রশংসিত হচ্ছেন সফরের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। হাথুরু এনিয়ে বলছিলেন, ‘শান্তর নেতৃত্ব চোখে পড়ল। সে খুব ভালো করেছে। কৌশলগতভাবে সে বেশির ভাগ সময় সঠিক ছিল। খেলোয়াড়দের বার্তা দেওয়ার ক্ষেত্রে সে একদম পরিষ্কার ছিল, ও দলের কাছ থেকে কী চায়, কী প্রত্যাশা করে।’

পেসারদের নিয়ে আলাদা করে কোচ হাথুরু বলেন, ‘শরীফুল, সাকিব, মুস্তাফিজ এ ধরনের উইকেটে বোলিং উপভোগ করেছে। আমার মনে হয়, আগের বারের তুলনায় আমরা কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছি। সিরিজ জুড়ে আমরা যেভাবে বোলিং করেছি, সেটা অসাধারণ ছিল।’

সিরিজের সেরা খেলোয়াড় শরিফুল ইসলামকে নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা ড্রেসিংরুমে ওকে নিয়ে কথা বলেছি। ওর বোলিং আমাদের জন্য ইতিবাচক ছিল। তিন ফরম্যাটে ক্রিকেটে সম্প্রতি ও অসাধারণ বোলিং করছে। আট মাস আগেও শরীফুল দলে ছিল না। কোনো সংস্করণেই খেলছিল না। এখন ও আমাদের মূল বোলার। অসাধারণ।’