বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর মাত্র একটা ম্যাচ জিতলেই প্রথম বারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বাদ। হারলেও প্রথম বার টি-টোয়েন্টি সিরিজ ড্র এর স্বাদ। আর যদি বৃষ্টি ভাগড়ায় খেলার ফলাফল দ্বিতীয় ম্যাচের মতোও হয়, তাহলেও শেষ হাসি বাংলাদেশের। প্রথম বারের মতো সিরিজ জয়ের আনন্দ। তবে খেলে এবং জিতেই সেটাই করতে চাইবে টাইগাররা। ভাবনায় এখন শুধুই জয়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়ে গেলেন ব্যাটার তাওহিদ হৃদয়, ‘চিন্তা ভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ। আমাদের নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে সেটা ওখানে দেখানোর।’

বিজ্ঞাপন

তেমন কোনো সিনিয়র ক্রিকেটার দলে নেই। টি-টোয়েন্টিতে পাঁচ সিনিয়রের কেউ স্কোয়াডেই নেই। শিখতে আসা কিংবা ভুল শুধরানোর সিরিজ নয়। এবার বাংলাদেশ নিয়মিত অবাক করিয়ে চলেছে। এমন রেজাল্টের পেছেন কারণ কী?

উত্তর শুনুন হৃদয়ের মুখে, ‘আলহামদুলিল্লাহ সো ফার, দল যখন রেজাল্ট করে তখন টিমের সবকিছুই ভালো থাকে এটাই স্বাভাবিক। আর আমাদের সবথেকে ভালো একটা জিনিস আমাদের সবাই সবাইকে ব্যাক করছে। কোচ থেকে শুরু করে এখানে যারা আছে তারা আমাদের উপর সেই বিশ্বাসটা রেখেছে যে আমরা পারব।’

আগামীকাল রবিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।