বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

বিজয়ের মাসে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন শান্ত-শরিফুলরা। যার শুরুটা ঘরের মাঠে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে। এরপর কিউই সফরে এসে আগের দুই অধরা জয়ও তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 

বিজ্ঞাপন

সিরিজের শেষ ওয়ানডের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। নেপিয়ার জয়ের পর শান্তদের গন্তব্য এবার মাউন্ট মঙ্গানুই। ইতিহাসের শুরুটা যেখানে সেখানেই এবার ইতিহাসের হ্যাটট্রিকের পালা। এই বে ওভালেই কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছিল তৎকালের মমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। এবার সেখানেই শান্তদের নজর সিরিজে। 

কিউইদের মাঠে সব ফরম্যাটেই জয় তুলে নিয়ে এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে  সেখানে বাঁধা হতে পারে বৃষ্টি। কেননা গতকাল থেকেই বৃষ্টিতে ছেয়ে আছে মাউন্ট মঙ্গানুই। 

এমনকি আজ (শুক্রবার) ম্যাচের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে অল্পস্বল্প। এবং সন্ধ্যার দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ম্যাচ শুরু হওয়ায় সেখানে বৃষ্টির শঙ্কা থাকছে বেশ ভালোভাবেই।