কর্পোরেট ক্রিকেটের ফাইনালে মুখোমুখি ক্যাডেট-ব্র্যাক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয় এক যুগেরও কিছু বেশি সময় আগে। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতি বছরই টুর্নামেন্ট গড়িয়েছে মাঠে। তার ধারাবাহিকতায় এবারও বসেছে কর্পোরেট অ্যামেচার ক্রিকেটের আসর। তাও আবার এক ফরম্যাটে নয়, দুটি ফরম্যাটে। 

৪০ ওভারের ফরম্যাটে ইতিহাসটা ১৩ বছরের হলেও টি-টোয়েন্টির আসর খানিকটা নতুন সংযোজন, জানালেন তিনি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরোজ আহমেদ বলেন, ‘আমাদের ৪০ ওভারের টুর্নামেন্টটা অনেক আগে শুরু হয়েছিল, কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরুর পরের বছর থেকে। চলতি আসরটা এই ফরম্যাটের ১৩তম আসর। টি-টোয়েন্টিটা এ নিয়ে আমরা সপ্তমবারের মতো আয়োজন করছি। ২০১৬ সাল থেকে শুরু হয়েছে এই ফরম্যাটের লড়াই।’

বিজ্ঞাপন

টুর্নামেন্টের ক্ষুদ্রতর ফরম্যাটের পর্দা নেমে গেছে ইতোমধ্যেই। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে ৫টি দল। তাদের মধ্য থেকে ফাইনাল নিশ্চিত করে ক্যাডেট একাদশ আর দারাজ। শিরোপার লড়াইয়ের ফাইনাল ম্যাচে দারাজ হাসে শেষ হাসি। প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে এসেই জিতে নেয় শিরোপা। 

টুর্নামেন্টের দীর্ঘতম ফরম্যাট ৪০ ওভারের। যাকে আয়োজকরা নাম দিয়েছেন টি-৪০ ফরম্যাট। ৭টি দল অংশ নিয়েছিল এই ফরম্যাটে। এই আসরের পর্দা নামবে আগামী ৩০ ডিসেম্বর।  এই আসরেরও ফাইনালে খেলছে ক্যাডেট একাদশ। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্র্যাক ব্যাংক। 

এই আসরের সেমিফাইনালে ক্যাডেট খেলেছিল টি-টোয়েন্টিতে ফাইনাল হেরেছিল যাদের কাছে, সেই দারাজের বিপক্ষে। সেই সেমিফাইনালে জিতে টি-টোয়েন্টি ফরম্যাটের বদলাটাও নিয়ে নেয় ক্যাডেট একাদশ। অন্য সেমিফাইনালে ব্র্যাক ব্যাংক হারায় অল স্টার একাদশকে।

দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বছর শেষের এক দিন আগে। সেমিফাইনাল দুটি প্রতিষ্ঠানের ফেসবুক ও ইউটিউবে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। ফাইনালেও থাকছে সে ব্যবস্থা। 

টুর্নামেন্টটি মান বাড়াতে আয়োজকরা কমতি রাখেননি একটুও। ধারাভাষ্য প্যানেলের নামগুলো দেখুন। শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ থেকে শুরু করে সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমি, উপস্থাপক ও সাংবাদিক মানজুর মোর্শেদ, এবং ধারাভাষ্যকার আহমেদ বিন পারভেজ আছেন এই প্যানেলে। 

আম্পায়ারিংয়েও আছে বড় নামের উপস্থিতি। জনপ্রিয় আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে জাতীয় পর্যায়ের আরও আম্পায়ারদের দিয়ে সাজানো হয়েছে এই টুর্নামেন্টের আম্পায়ারিং প্যানেল। 

টুর্নামেন্টটি সম্পর্কে সিএসিএর চেয়ারম্যান ইমরোজ আহমেদ বলেন, ‘২০১০ সালে হয় প্রথম টুর্নামেন্ট। এরপর থেকে টানা ১৩ বছর আসরটি আয়োজন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতি বছরই আমাদের এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। আমরা প্রতিটি টুর্নামেন্টই বেশ সফলভাবে শেষ করতে পেরেছি।’ 

সম্প্রচারকে আয়োজকরা বেশ গুরুত্ব দিয়ে দেখছেন। ইমরোজ জানালেন, ‘সাতটি ক্যামেরা আমরা ব্যবহার করছি এই টুর্নামেন্টের সম্প্রচারের জন্য। ধারাভাষ্যকার, আম্পায়ার থেকে শুরু করে সব কিছুতে গুরুত্ব দিয়ে চেষ্টা করেছি। কোনো কমতি রাখিনি টুর্নামেন্টটাকে ভালোভাবে আয়োজনের চেষ্টাতে।’

এবার অপেক্ষা ফাইনালের। বিকেএসপির এক নম্বর মাঠে আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল। এখানে বেশ দর্শক সমাগম হবে বলে আশা করছেন ইমরোজ। তার কথা, ‘দুই সেমিফাইনালে বেশ দর্শক হয়েছে আমাদের, আগ্রহ ছিল ম্যাচটা নিয়ে। এবার ফাইনালেও আমরা আশা করছি আগ্রহ থাকবে বেশ, দর্শক সমাগমও হবে অনেক।’