নির্বাচক পদে থাকা নিয়ে মুখ খুললেন নান্নু

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘসময় ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছেন মিনহাজুল আবেদিন নান্নু। একসময় ক্রিকেটার হিসেবে দেশের জার্সি গায়ে চড়িয়েছেন, দলকে নেতৃত্বও দিয়েছেন। ২০১৬ সাল থেকে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বাংলাদেশের ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে নান্নু এবং তার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলকে সরানোর দাবিও উঠেছিল। নিজের নির্বাচক পদে থাকা নিয়ে আগে কিছু না বললেও এবার মুখে খুলেছেন তিনি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় দল এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলার সময় উঠে আসে তার নির্বাচক পদে থাকা না থাকা নিয়ে জল্পনা-কল্পনার প্রসঙ্গও। নান্নুর কথা, ‘আমাকে তো কিছু করতে হবে। ক্রিকেট দিয়েই তো সারাজীবন পার করে দিয়েছি। যে কয়দিন বাঁচব, কিছু তো করতে হবে, আমার ইচ্ছা ততদিন ক্রিকেটের সঙ্গেই থাকব।’

বিজ্ঞাপন

নির্বাচক প্যানেলে রদবদল আনার ব্যাপারে বিসিবিও ভাবছে বলে খবর চাউর হয়েছিল। তবে সে ব্যাপারে কিছুই জানা নেই বলে জানালেন প্রধান নির্বাচক, ‘বোর্ড তো এখনও আমাকে কিছু জানায়নি। বোর্ড সভাপতি যখন জানাবে, তখন আর কন্টিনিউ করছি না। সে পরিকল্পনা আমি তখন করব।’

বিসিবির সঙ্গে নির্বাচকদের বর্তমান প্যানেলের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। তবে এখনো নতুন চুক্তি নিয়ে বিসিবির সঙ্গে তাদের আলাপ-আলোচনা হয়নি। তবে বিষয়টিকে বড় করে দেখছেন না নান্নু, ‘আমাদের তো এমনও সময় গেছে যে চুক্তি নাই, এক বছর কাজ করার পর চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল রাখবে কি রাখবে না।’

২০১১ সালে প্রথমবার নির্বাচক প্যানেলে যোগ দেন। তখনকার প্রধান নির্বাচক ফারুক আহমেদ ২০১১ সালে পদত্যাগ করার পর সে দায়িত্ব নেন তিনি। ২০১৯ সালে মেয়াদ বাড়ানো হয় নান্নুর। বর্তমান নির্বাচক প্যানেলে তার সঙ্গী সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও স্পিনার আব্দুর রাজ্জাক।