‘ক্লাস ইজ পার্মানেন্ট’

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

‘ফর্ম ইজ টেম্পোরারি, ব্যাট ক্লাস ইজ পার্মানেন্ট’। ক্রীড়া জগতের বহুল ব্যবহৃত এক প্রবাদবাক্য। সাধারণত নিজের সহজাত প্রবৃত্তি সুপ্তাবস্থায় থাকায়। তা দিয়ে সবসময় এগোতে না পারলেও নিজেকে সেই ধাঁচে ধরে রাখাই যে প্রবাদের মূল প্রতিপাদ্য। এমন তকমায় এবার বাংলাদেশের এক ক্রিকেটারকে ভূষিত করলেন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

বিজ্ঞাপন

সৌম্য সরকার দলে এলেই একটা প্রশ্ন প্রতিবারই জাগে, একের পর এক ব্যর্থতার পরও কেন আবারও দলে সৌম্য? বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে জাতীয় দলে ফেরেন সৌম্য। সেখানে আশানুরূপ পারফর্ম না করলেও বিশ্বকাপের পর ফের কিউই সিরিজের দলে সুযোগ পান সৌম্য। একের পর এক সুযোগ হেলায় গেলেও এবার যেন থেমে বসলেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রান ছাপিয়ে দ্বিতীয় ওয়ানডেতে করলেন একাধিক রেকর্ডে গড়া ১৬৯ রান। পরের ম্যাচে বল হাতেও দেখালেও নৈপুণ্য, নিলেন তিন উইকেট। 

প্রথম ম্যাচে চলমান ব্যর্থতার জেরে, ‘সৌম্য কি করছে, আমি জানি না’, এমন মন্তব্যের পর দুই ম্যাচে তার এমন প্রত্যাবর্তনে এবার বন্দনায় মাতলেন হাথুরুসিংহে। ওয়ানডে সিরিজ শেষে এবার স্বল্প ওভারের সিরিজের পালা। সেখানে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সৌম্যর রানে ফেরা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘সৌম্যের পারফর্মম্যান্সে আমি খুবই খুশি। তাকে নিয়ে সবসময় আশাবাদী ছিলাম। সে এমন কিছুর সামর্থ্য রাখে। অতীতেও নিউজিল্যান্ডে সৌম্য ভালো করেছে। আমরা যেমনটা বলে, ফর্ম যেমনই থাকুক ক্লাস ইজ পার্মানেন্ট।’

এমনকি সৌম্যর মানসিক দৃঢ়তারও প্রশংসা করেছেন তিনি। ‘সে (সৌম্য) মানসিকভাবে অনেক শক্তিশালী, আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা।’