খাজা ফেরার পর বৃষ্টি বাধায় মেলবোর্ন টেস্ট 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পার্থে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে সাদা বলের বিশ্বকাপ জয়ের পর লাল বলেও বেশ ছন্দে আছে আস্ত্রেলিয়া। তারই ধারাবাহিকতায় সিরিজের দ্বিতীয় টেস্টে চোটে জর্জরিত সফরকারীদের বিপক্ষে শুরুটা বেশ ভালো পেয়েছিল প্যাট কামিন্সের দল। তবে লাঞ্চ যাওয়ার ঠিক আগের ওভারে এবং লাঞ্চ থেকে ফিরেই উইকেট হারায় স্বাগতিকরা। 

বৃষ্টি বাধায় আপাতত বন্ধ মেলবোর্ন টেস্টের প্রথম দিনের খেলা। এর আগে ৪২ ওভার ৪ বলে ২ উইকেটে ১১৪ রান তুলেছে অজিরা। 

বিজ্ঞাপন

এদিন টসে জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সেখানে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। আগের ম্যাচে শুরু থেকে দ্রুতগতিতে এগোলেও এদিন শুরু থেকে বুঝেশুনে ধীরগতির পথ বেছে নেন ওয়ার্নার। জানান দেন আরও একটি বড় ইনিংসের। তবে প্রথম সেশনের শেষ ওভারে তাকে ফেরান আগা সালমান। ৩৮ রান করে ফেরেন ওয়ার্নার। 

লাঞ্চ থেকে ফিরলে বেশিক্ষণ টিকলেন না আরেক ওপেনার খাজা। হাসান আলীর বলে এবার ক্যাচ নিলেন সালমান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১, দ্বিতীয়তে ৯০ রানের পর এদিনও ফিফটি-সেঞ্চুরির দ্বারে এসে আউট হলেন খাজা। সাজঘরে ফেরেন ৪২ রান করে। 

২২ গজে বর্তমানে ১৪ রানে অপরাজিত আছেন মারনাস লাবুশেন। বৃষ্টি থামলে স্টিভ স্মিথ ব্যাট করবেন ব্যক্তিগত ২ রান থেকে