খাজার পক্ষ নিয়ে আইসিসির সমালোচনা হোল্ডিং-কামিন্সের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে চেয়েছিলেন উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে টেস্টে মাঠে নামতে চেয়েছিলেন জুতায় মানবতার বার্তা দিয়ে। তবে তার সেই চেষ্টায় বাধা হয়ে দাঁড়াচ্ছে আইসিসি। বারবার তাকে বাধা দেওয়া হচ্ছে মাঠে এই ধরনের বার্তা নিয়ে মাঠে না নামতে। আইসিসির এমন কাণ্ডে হতবাক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে আইসিসির কাছে তার জিজ্ঞাসা তবে কেন ‘এলজিবিটিকিউ’ আন্দোলনের পক্ষে আইসিসি সমর্থন দেয়।

পার্থ টেস্টের পর মেলবোর্ন টেস্টের আগেও জুতোয় শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে অনুশীলন করেন খাজা। চেয়েছিলেন আইসিসির থেকে অনুমতি নিয়ে মাঠে নামতেও। তবে শেষ পর্যন্ত তা হতে দেয়নি আইসিসি।

বিজ্ঞাপন

বিষয়টি ভালো লাগেনি অজি অধিনায়ক প্যাট কামিন্সের। খাজাকে সমর্থন দিয়ে তিনি বলেন, ‘আমরা সত্যিই খাজাকে সমর্থন করি। তিনি যা বিশ্বাস করেন তার জন্য তিনি দাঁড়াতে পারেন। আমি মনে করি তিনি এটি সত্যিই সম্মানের সাথে করেছেন। আমি গত সপ্তাহেও তাকে সমর্থন দিয়ে বলেছেন ‘সকল জীবন সমান’, তাছাড়া আমি মনে করি না যে এটি খুব আপত্তিকর কিছু ছিল। খাজা যা করেছে তাতে সে সত্যিই তার মাথা উঁচু করে রাখতে পারে।’

এরপর কামিন্স আরো বলেন, ‘তবে স্পষ্টতই আইসিসির কিছু নিয়ম রয়েছে। আইসিসি বলেছে যে তারা এটি অনুমোদন করবে না। তারা নিয়ম তৈরি করে এবং আপনাকে এটি গ্রহণ করতে হবে।’

খাজাকে সমর্থন দিয়ে আইসিসিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন হোল্ডিং। তার মতে, ‘আমি আইসিসির অবস্থানে বিস্মিত হয়েছি। আইসিসির নিয়ম বলে, রাজনৈতিক, ধর্মীয়, বর্ণের কোনো আন্দোলনের কোনো বার্তা দেওয়া যাবে না। তাহলে ব্ল্যাক লাইভস ম্যাটার সময় কীভাবে মানুষকে হাঁটু গেড়ে সংহতি জানানোর অনুমতি দেওয়া হলো? কীভাবে স্টাম্প এলজিবিটিকিউয়ের রঙে ঢেকে দেওয়া হলো?’