বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়ালেন তামিম

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বিসিবির টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন এই ওপেনার ব্যাটার।

অনুরোধে তামিম বিসিবিকে বলেছেন, নতুন বছরের জন্য বিসিবি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির যে পরিকল্পনা করছে তাতে যেন তার নাম অন্তর্ভুক্ত না করা হয়। জালাল ইউনুস রোববার দুপুরে বিসিবিতে সাংবাদিকদের এই তথ্য জানান। চলতি ডিসেম্বরে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের পুরানো চুক্তি শেষ হবে।

বিজ্ঞাপন

তামিম ইকবালকে নিয়ে এই নাটকীয়তা অবশ্য চলছে দীর্ঘদিন ধরেই। বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিয়ে তার একদিনের মাথায় আবার প্রধানমন্ত্রীর অনুরোধে তা ভেঙে ক্রিকেটে ফেরেন তামিম। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি তার।

বিশ্বকাপের পর তিনি যে অবসর বলে দেবেন বা সেটি না করলেও অন্তত জাতীয় দলের সঙ্গে চুক্তি থেকে সরে আসবেন সেটা অনেকটা অনুমেয়ই ছিল। অবশেষে তামিম হেঁটেছেন সে পথেই। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।