তানজিম-সৌম্য পেসে স্রেফ ৯৮ রানে অলআউট কিউইরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিজ তৃতীয় ও শেষ ম্যাচ। শান্ত-মিরাজ সম্মান বাঁচানোর ম্যাচ। সেখানে আগে ফিল্ডিংয়ে নেমে নিউজিল্যান্ডকে লজ্জার রেকর্ডে ডুবালো বাংলাদেশ। পেসারদের তাণ্ডবে কেবল ৯৮ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটি কিউইদের সর্বনিম্ন সংগ্রহ।

দশটি উইকেটই নিয়েছেন পেসাররা। সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম, তিনজনই নিয়েছেন তিনটি করে উইকেট এবং মুস্তাফিজুর রহমান নিয়েছেন একটি।

বিজ্ঞাপন

নেপিয়ারে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে পেসাররা। দলীয় ১৬ রানের মাথায় রাচিন রবীন্দ্রকে ফেরান দুই ম্যাচ পর একাদশে সুযোগ পাওয়া তানজিম। দলীয় ২২ রানের মাথায় কিউই শিবিরে ফের তানজিমের আঘাত। এবার ফেরেন হেনরি নিকলস (১)।

অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে শুরুর সেই ধাক্কা সামলে এগোতে থাকেন সিরিজজুড়ে ছন্দে থাকা ওপেনার উইল ইয়ং। তবে তাদের বেশিক্ষণ থিতু হতে দিল না সফরকারীরা। পেস তাণ্ডবে এবার দায়িত্ব শরিফুলের। ১৭তম ওভারে বোল্ড করে ফেরান ল্যাথামকে (২১)। এবং নিজের পরের ওভারেই তুলে নেন ইয়ংয়ের (২৬) উইকেট।

সেখান থেকে কেবল ৩৭ রান যোগ করতেই বাকি চয় ব্যাটার ফেরেন সাজঘরে। কেবল ৯৮ রানেই থামে কিউইদের ইনিংস।