মেলবোর্ন টেস্টে অনিশ্চিত খুররম 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমানে পাকিস্তান পেস ইউনিটের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম চোট। যার কারণে বিশ্বকাপে খেলতে পারেননি দলটির তারকা পেসার নাসিম শাহ। বিশ্বকাপের লম্বা সূচির পর অস্বস্তিতে থাকায় চলমান অজি সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন আরেক পেসার হারিস রউফ। 

এতেই দলে সুযোগ মেলে দুই নতুন মুখের। যেখানে রেকর্ড গড়া স্পেল পান আমের জামেল। আরেক অভিষিক্ত পেসার খুররম শেহজাদও দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। 

বিজ্ঞাপন

দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। তবে ম্যাচ চলাকালে বাঁ পাজরে কিছুটা অস্বস্তি বোধ করেছেন তিনি। শেষ পর্যন্ত সেটিকে ঘিরেই দেখা দিয়েছে শঙ্কা। 

পার্থ টেস্টের পরেই তাকে এমআরআই স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। এবং আগামীকাল (বৃহস্পতিবার) সেখান থেকে পাওয়া রিপোর্ট মূল্যায়ন করে বাকি সিদ্ধান্ত জানাবে দলের মেডিকেল প্যানেল। আজ (বুধবার) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।