সৌম্যের সমস্যা ধরতে পারছেন না হাথুরু

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোথায় কোনো আলোচনায় নেই; এরপর হঠাৎ করেই জাতীয় দলে। এরপর ব্যর্থতার দায় নিয়ে আবারও জাতীয় দল থেকে বের হয়ে যাওয়া। সৌম্য সরকার জাতীয় দলের এমনই এক ক্রিকেটার। নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছে তার। খেলেছেন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে। যদিও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তিনি। ফিরতে হয়েছে কোনো রান না করেই।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সৌম্যের সমস্যাটা আসলে কোথায়। প্রধান কোচ চন্ডিকা হাথুরুহিংসের কাছেই জানতে চাওয়া হয়েছিল তার সেরা ছাত্রের সমস্যার কথা। ব্যাটিংয়ে ঠিক কোথায় কি সমস্যা চোখে পড়ল এই লঙ্কান মাস্টার-মাইন্ডের। উত্তর দিতে গিয়ে খানিকটা নির্বিকার হতে দেখা গেছে তাকেও। বুঝতে পারছেন না সৌম্যের সমস্যাটা ঠিক কোথায়।

বিজ্ঞাপন

আগামীকাল ভোরে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সৌম্যকে নিয়ে খানিকটা হতাশা নিয়েই হাথুরু বলেন, ‘আমি জানি না তার সমস্যাটা কী। ঘরোয়া ক্রিকেটে সে রান করেছে বেশ। আমাদের এমন কাউকে প্রয়োজন যে ব্যাটিং বোলিং দুটোই করতে পারে। আপনি জানেন সাকিব আল হাসান এখানে নেই। সে বাংলাদেশ দলে ১৬-১৭ বছর ধরে আছে। সাকিবের থাকাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তাকে ছাড়া কম্বিনেশন বানানোটা কঠিন। অলরাউন্ডার হিসেবে সে তাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’

সাকিবের না থাকাতেই যে সৌম্যের এই সুযোগ পাওয়া সেটাই জানালেন হাথুরু। তবে এটাও মানছেন সাকিবের সঙ্গে যে কারোরই তুলনা হয় না। হাথুরু বলেন, ‘সাকিব যা করে, তা তো সে করতে পারবে না, তবে আমরা আশা করি সে বল ও ব্যাট করতে পারবে। আমরা এমন একজনকে চাই যে দুই বিভাগেই অবদান রাখতে পারবে।’

প্রস্তুতি ম্যাচে দেশের হয়ে সবচেয়ে ভালো ব্যাট করলেও সুযোগ দেওয়া হয়নি রিশাদকে। বিষয়টি নিয়ে হাথুরু বলেন, ‘রিশাদ প্রস্তুতি ম্যাচে ভালো করেছে। গত ম্যাচেও আমরা তাকে খেলাতে চেয়েছিলাম। তবে আমরা এখানে একটা ম্যাচেও জিতেনি, আমাদের ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। সে কারণে আমরা একাদশে বাড়তি ব্যাটার খেলিয়েছি। তবে রিশাদ এমন একজন, যে ভবিষ্যতের জন্য ভাবনায় আছে। লেগ স্পিনার হিসেবে তাকে নিয়ে আমরা ভাবছি।’