হারের পর শাস্তি পেল পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান। সফরকারীদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট পয়েন্ট থেকে দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে শান মাসুদের দলের।

প্রথম টেস্টে ৩৬০ রানের বিশাল পরাজয়ের পর পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে। পেনাল্টির ফলে তাদের পয়েন্ট ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে নেমে এসেছে।

বিজ্ঞাপন

আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ারস অ্যান্ড প্লেয়ার সাপোর্ট স্টাফের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে বোলিং করতে ব্যর্থ হলে প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হবে।

এছাড়াও, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার শর্তাবলীর ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, একটি দলকে প্রতিটি ওভার সংক্ষিপ্ত করার জন্য একটি করে পয়েন্ট জরিমানা করা হয়। ফলস্বরূপ, পাকিস্তানের মোট পয়েন্ট থেকে ২টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ তারিখ মেলবোর্নে এবং তৃতীয় টেস্ট শুরু হবে ৩ থেকে ৭ জানুয়ারি সিডনিতে।