বৃষ্টি শেষে শুরু খেলা, ম্যাচ ৪০ ওভারের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃষ্টির প্রথম দফায় প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পর শুরু হয়েছে নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে। তখন ম্যাচ কমে এসেছিল ৪৬ ওভারে। এরপর ম্যাচের ১৪তম ওভারে ফের নামে বৃষ্টি। এবার চলে গেল ৩০ মিনিট। এতে দৈর্ঘ্য কমলো আরও খানিকটা। দ্বিতীয় দফার বৃষ্টি শেষে বাংলাদেশ সময়  ৭টা ১০ মিনিটে শুরু হয়েছে খেলা। এখান থেকে ম্যাচ হবে ৪০ ওভারের।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভার ২ বল শেষে ২ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১০৮ রান।

বিজ্ঞাপন

ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে পরক্ষণেই বাগড়া দেয় বৃষ্টি।

ঘণ্টা পেরিয়ে শুরু হয় ম্যাচ। সেখানে শরিফুলের পেস তোপে পেস তোপে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। 

যদিও ইনিংসের প্রথম বলটি চার মেরে শুরু করেছিল কিউইরা। তবে জবাব দিতে খুব একটা সময় নেননি শরিফুল। ইনিংসের চতুর্থ বলেই ফেরান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা রাচিন রবীন্দ্রকে (০)। হালকা এক ইন সুইং বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

সেখানেই থামেননি শরিফুল। ওভারের শেষ বলে তুলে নিয়েছেন আরও একটি উইকেট। রানের খাতা না খুলেই ফেরেন হেনরি নিকোলসও। তবে আরেক ওপেনার ইয়াংকে নিয়ে শুরুর সেই চাপে সামলে বেশ ভালোভাবেই এগোতে থাকেন অধিনায়ক টম ল্যাথাম। সময় গড়ালে এগোচ্ছেন থিতু হওয়ার পথে। ১০৯ বলে জুটি পেরোয় শতরানে।

৫৮ বলে ফিফটি তুলে নেন ল্যাথাম। একইসঙ্গে পৌঁছে যান চার হাজারি ক্লাবে। অন্যদিকে ৪১ রানে ব্যাট করছেন ইয়াং।