বিনা খরচে দেখা যাবে যুব এশিয়া কাপের ফাইনাল 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের কাছে হেরেছে ২০১৯ সালে কপাল পুড়েছিল বাংলাদেশের যুবাদের। ফাইনালে হেরে সেবার অধরা থেকে যায় যুব এশিয়া কাপের শিরোপা। এবার তাদের হারিয়েই দশম আসরের ফাইনালে পৌঁছালো বাংলাদেশ। 

অন্যদিকে, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত অনেকটা ইতিহাসই গড়েছে। পাকিস্তানকে হারিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। এশিয়ান বা আইসিসি টুর্নামেন্টের যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দলটি। 

বিজ্ঞাপন

দেশের ক্রিকেটের এমন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অনন্য এক উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফাইনাল ম্যাচ করে দিয়েছে সবার জন্য উন্মুক্ত। আগামীকাল (রোববার) যুব এশিয়া কাপের দশম আসরের ফাইনাল ম্যাচ বিনা পয়সায় দেখতে পারবে সবাই। 

এক বিবৃতিতে ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি বলেন, ‘আমিরাত ক্রিকেট বোর্ডের হয়ে আমি সমর্থকদের দল বেঁধে (গ্যালারি) আসতে অনুরোধ করব এবং আরও অনুরোধ করব আমাদের তরুণদের সমর্থন করতে। দারুণ পারফরম্যান্সে তারা আমাদের গর্বিত করেছে।’