পরিসংখ্যান ছাপিয়ে শান্তর নজর কেবল সিরিজ জয়ে 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

প্রস্তুতি ম্যাচে জয়ের আনন্দ নিয়ে বাংলাদেশ দল পা রেখেছে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে। সেখানে নেমেই দল পেলো উষ্ণ অভ্যর্থনা। এই আনন্দের রেশ নিয়েই রোববার ভোরে বাংলাদেশ দল প্রথম ওয়ানডে ম্যাচে লড়বে কিউইদের সঙ্গে। 

বিজ্ঞাপন

এবার প্রস্তুতি ম্যাচে ২৬ রানের জয়ে নিউজিল্যান্ড সফর শুরু করে বাংলাদেশ। এবার আসল লড়াই। ডানেডিনে সেই ম্যাচের আগে স্মৃতিতে ফিরেছে গত বছর ঐতিহাসিক টেস্ট জয়। এবার ওয়ানডে সিরিজ জিততে চান নাজমুল হোসেন শান্ত।

অধিনায়ক জানিয়ে দিলেন, ‘আমরা সিরিজ জিততে চাই। আমাদের দলটা বেশ ভালো। যেমনটা বললেন, গত বছর এখানে আমরা একটি টেস্ট জিতেছি। এবার আমাদের লক্ষ্য, এই দুই সিরিজ জেতা। যদি জিততে পারি, আমাদের দলের জন্য দারুণ হবে।’

যদিও লড়াইটা সহজ হবে না। এখন অব্দি নিউজিল্যান্ডের মাঠে ১৬টি ওয়ানডে খেলে প্রতিটিতেই হেরেছে টাইগাররা। একই অবস্থা টি-টোয়েন্টিতেও। ৯টি ম্যাচ খেলে হেরেছে প্রতি ম্যাচেই।

তারপরও শান্ত জানিয়ে দিলেন-ভাল খেলতে চান, ‘আমরা বেশিরভাগ ক্রিকেটারকেই চিনি। কয়েকজন অবশ্য একদমই নতুন। আমাদের কাছে তাদের খেলার ফুটেজ আছে। দলীয় আলোচনার সময় আমরা সেসব দেখব। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে পারব।’

১৭ ডিসেম্বর ভোর ৪টায় ডানেডিনে শুরু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২০ ও ২৩ ডিসেম্বর নেলসন-নেপিয়ারে হবে বাকি দুই ওয়ানডে। ২৭ ডিসেম্বর নেপিয়ারে শুরু টি-টোয়েন্টি সিরিজ। ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের বাকি দুই ম্যাচ।