গোলাপি বলের টেস্টে অনীহা ভারতের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিবা-রাত্রির টেস্ট অর্থাৎ গোলাপি বলের টেস্ট ম্যাচ শুরুর পর থেকে এখন পর্যন্ত তিনটি ম্যাচ আয়োজন করেছে ভারত। যার মধ্যে তিনটিই জয় পেয়েছে দলটি। তবে সমস্যা হলো তিন ম্যাচের কোনটিতেই ম্যাচ গড়ায়নি তিন দিনের বেশি। ফল নতুন করে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।

অদূর ভবিষ্যতেও তাই গোলাপি বলের টেস্ট ম্যাচ আয়োজন করা নিয়ে দ্বিধায় ভারত। আসন্ন বছর দিবা-রাত্রির কোনো টেস্ট ম্যাচ রাখেনি বিসিসিআই। আর খুব শিগগির গোলাপি বলের ক্রিকেট ম্যাচ আয়োজন করার পরিকল্পনাও নেই তাদের। বিষয়টি জানিয়েছেন বোর্ডের মহাসচিব জয় শাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গোলাপি বলের টেস্ট নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়াতে হবে। কেননা, বেশির ভাগ ম্যাচই দু’-তিন দিনের মধ্যে শেষ হয়েছে। অন্যদিকে প্রত্যেকে চায় টেস্ট ম্যাচ গড়াক চার-পাঁচ দিন। যদি সেই ব্যাপারটা নিশ্চিত হয়, তা হলে আমরা আরও বেশি গোলাপি বলের টেস্ট আয়োজন করতে পারি।’

জয় শাহ আরও বলেন, ‘শেষ বার গোলাপি বলের টেস্ট আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। এরপর আর কেউ তা আয়োজন করেনি। আমরা ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট আয়োজন নিয়ে কথা বলেছিলাম। তবে এটা রাতারাতি হবে না। ধীরে ধীরে এগোতে হবে।’