মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা কিউইরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেভন কনওয়ের পর ভয় ধরাচ্ছিলেন ড্যারিল মিচেল। তবে শেষ পর্যন্ত মিরাজ তোপের মুখে টিকতে পারেননি তিনিও। ফিরেছেন ১৯ রানে। ৬৯ রানেই ৬ উইকেট নেই কিউইদের। বাংলাদেশের চায় ৪ উইকেট। অন্যদিকে ম্যাচ জিততে এখনও ৫৮ রান করতে হবে নিউজিল্যান্ডকে। উইকেটে আছেন প্রথম ইনিংসের সেরা ব্যাটার গ্লেন ফিলিপস।

মিরপুরের স্পিন-স্বর্গে কিউইদের ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে বল হাতে দারুণ করেন পেসার শরীফুল ইসলাম। কিউই ওপেনার ডেভন কনওয়েকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন তিনি। এরপর সাজঘরে ফিরেছেন ২ রানে। ৫ রানে প্রথম সাফল্য পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

অবশ্য পাল্টা আক্রমণটা ভালোই দিচ্ছিলেন কেন উইলিয়ামসন। টম ল্যাথামকে নিয়ে বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে উইকেটে জমে উঠতে শুরু করেছেন দু’জনে। বাংলাদেশি বোলারদের জন্য যা রীতিমতো হুমড়ি স্বরূপ। তবে ১১ রানে থাকা উইলিয়াসমনকে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছেন তাইজুল। ২৪ রানে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের। এরপর দ্রুতই ফিরেছেন হেনরি নিকোলাস। টিকতে পারেননি টম ব্লান্ডেলও। ল্যাথাম ভয় ধরালেও তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন মিরাজ। ২৬ রানে ফিরতে হয় তাকে। এরপর থিতু হয়ে উঠছিলেন মিচেল। তাকেও ফিরতে হয়েছে মিরাজের কাছে পরাস্ত হয়ে। তাতেই মিরপুর টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এর আগে চতুর্থ দিনে ৮ উইকেট হাতে রেখে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আগের দিন শেষ বিকেলে অধিনায়ক শান্ত চালিয়ে খেলতে গিয়ে ১৫ রানে আউট হলেও অন্তত ২০০ রানের প্রত্যাশা করেছিল বাংলাদেশ। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই প্রত্যাশার কথায় শুনিয়েছিল নাঈম হাসান। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় হয়নি সেটা।

কিউই স্পিনে নাগাল হয়েছে বাংলাদেশি ব্যাটাররা। জাকির হাসান ছাড়া উইকেটে দাঁড়াতেই পারেনি কোনো ব্যাটার। শেষ পর্যন্ত তিনি থেমেছেন ৫৯ রানে। ৮৬ বলে করা তার ওই ইনিংসে ভর করেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৪ রান।