এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে শাম্মী
দেশের পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন শাম্মী নাসরিন। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনায়াসে তিন মন ওজন কাঁধে তুলছেন ৫০ এ পা দেয়া এই ক্রীড়াবিদ। দেশের সীমানা পেরিয়ে সেই তিনি এবার লড়বেন এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে। লড়বেন বাংলাদেশকে সম্মান এনে দিতে।
আগামী ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর মালয়েশিয়ায় বসতে যাওয়া আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শাম্মী। বাংলাদেশ পাওয়ারলিফটিং এসোসিয়েশনের গড়া সেই দলে শাম্মীর মতো বাংলাদেশকে গৌরব এনে দিতে লড়বেন তাহসিন আলী, আরাফিউ সাদ, সাদমান জেড, মাইকেল ও তাহমিদ আদনান।
বাংলাদেশের হয়ে প্রতিযোগিতাটিতে অংশ নেবেন বাংলাদেশ পাওয়ারলিফটিং এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব জনাব মমিনুল হক। তবে অন্য প্রতিযোগীদের মতো ভারোত্তোলন করবেন না তিনি। ভারোত্তোলন কারীদের মধ্যে থেকে সঠিক একজনকে বেছে নিতে রেফারি হিসেবে কঠিন দায়িত্ব সামলাবেন তিনি।