লিড নিয়ে অলআউট কিউইরা, চাপে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

৮ রানের লিড নিয়ে ইনিংস শেষ হলো কিউইদের। বৃষ্টি শেষে খেলা শুরু হতেই ৩৫তম ওভারে বাংলাদেশের ১৭২ রান টপকে যায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস চাপের মুখে দারুণ লড়াই করেন। ফিলিপস ৭২ বলে ৮৭ রান তুলে ফিরেন সাজঘরে। টিম সাউদি করেন ১৪। সফরকারীরা শুক্রবার চা বিরতির আগে ১৮০ রানে অলআউট। ৮ রান লিড নিয়ে বাংলাদেশকে চাপে রাখল তারা।

বৃষ্টি বাঁধা পেরিয়ে নির্ধারিত সময়ের বেশ পরেই শুরু হয়েছিল তৃতীয় দিনের ম্যাচ। পরপর দুই উইকেট তুলে কিউইদের চাপে রাখেন টাইঙ্গার স্পিনার নাঈম। তবে গ্লেন ফিলিপস ও অধিনায়ক টিম সাউদি সতর্কভাবে সামলাতে থাকেন উইকেটের দুই পাশ।

বিজ্ঞাপন

উইকেট বিপর্যয় মোকাবেলা করেই লিডে যায় সাউদির দল। ঠিক তার পরেই ফিলিপসের সেঞ্চুরির পথে কাঁটা হন শরিফুল, ৮৭ রান করে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় ভালো খেলতে থাকা ফিলিপসকে।

এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সাউদিও, তাইজুলের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক। ৩৮তম ওভারে সব উইকেট হারিয়ে দলগত ১৮০ রান সংগ্রহ করে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। লিড ৮ রান হলেও চাপে পড়ছে বাংলাদেশ।