ফর্মে ফেরায় খুশি বাটলার

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল খুবই করুণ। অধিনায়ক জস বাটলারও ছিলেন ফর্মের বাইরে, দলের হয়েও তেমন কিছুই করে দেখাতে পারেননি। ৭ম অবস্থানে থেকে বিশ্বকাপ আসর শেষ হয়েছিল ইংল্যান্ডের। তবে চলতি সিরিজে নিজের হারিয়ে যাওয়া ফর্ম আবার ফিরে পেয়েছেন ইংলিশ অধিনায়ক।

বাটলার বলেন, ‘তিনি তার ফর্ম নিয়ে বিরক্ত এবং এখন তার দলের হয়ে পারফর্ম করার সময় এসেছে। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ছয় উইকেটের জয়ে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন সাদা বলের এই অধিনায়ক।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি এত বিরক্ত হয়ে পড়েছিলাম, তাই সময় এসেছে পারফরম্যান্স করার এবং নিজের রূপে ফিরে আসার, যেরকম আমি নিজেকে জানি।’

২০২২ সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানের কাছ থেকে বাটলার সাদা বলের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন। একই বছরের নভেম্বরে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
নিজের পারফরম্যান্সের পাশাপাশি বাটলার অলরাউন্ডার স্যাম কারানের প্রশংসা করেন, যিনি সিরিজের উদ্বোধনী ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন।

বাটলার বলেন, ‘সে অসাধারণ একজন চরিত্র। আগের দিনটা তার জন্য কঠিন ছিল, কিন্তু সে সবসময় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে এবং কখনই তা থেকে পিছপা হয় না।’

বার্বাডোসে ৯ ডিসেম্বর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের বিজয়ী নির্ধারক ম্যাচটি অনুষ্ঠিত হবে।