সিরিজ জয়ের দিনের ভারতের অনন্য এক রেকর্ড 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালের অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ছোঁয়া হয়নি ভারতের। তবে বিশ্বকাপের পরেই অজিদের বিপক্ষে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে ভারত। 

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জয়ের পর তৃতীয় ম্যাচেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল সিরিজ। তবে সেখানে ঢাল হয়ে দাঁড়ান ম্যাক্সওয়েল। তার শতরানের ইনিংসে সিরিজ বাঁচায় অজিরা। তবে চতুর্থ ম্যাচে তাদের আর সুযোগ দিল না স্বাগতিকরা। ২০ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সূর্যকুমার যাদবের দল। 

সিরিজ জয়ের দিনে অনন্য এক রেকর্ডও গড়ল ভারত। পাকিস্তানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন ভারতের। ২২৬ ম্যাচে ১৩৫ জয় নিয়ে এতদিন এই তালিকার শীর্ষে ছিল পাকিস্তান। ২১৩ ম্যাচেই ১৩৬ জয় নিয়ে শীর্ষে এখন ভারত। 

২০০ ম্যাচে ১০২ জয় নিয়ে তালিকার তিনে আছে নিউজিল্যান্ড। ১৭৭ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জয় ৯২টি। 

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ। যেখানে জয় এসেছে ৫৮ ম্যাচে।