পিঠে ফোলা ভাবের কারণে ভারতের পেসার জাসপ্রীত বুমরাহকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। তাতেই শঙ্কা তৈরি হয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তো ভারতীয় এই তারকা ক্রিকেটার?
বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে হঠাৎ মাঠের বাইরে যান বুমরাহ, পরে জানা যায় পিঠের মাংস পেশী ফোলে (ব্যাক স্পাজম) গিয়েছিলো তার। তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বুমরাহকে নির্দেশ দিয়েছিল দেশে ফিরে রিপোর্ট করতে।
এখন তিনি পুরোপুরি বিশ্রামে অর্থাৎ বেড রেস্টে। আপাতত তাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। থাকতে হবে পূর্ণ বিশ্রামে। বেশি হাঁটা চলা করতেও বারণ করা হয়েছে। ফলে রিপোর্ট করতেও যেতে পারেননি তিনি।
ব্যাক স্পাজম সাধারণত কয়েক গ্রেডের হয়। গ্রেড ১ ক্যাটাগরির ব্যাক স্প্যাজম হলে কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে তারপর মাঠে নামা যায়। গ্রেড ২ চোট হলে অন্তত ৬ সপ্তাহ, গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হয় খেলোয়াড়কে।
জানা গেছে, বছর দেড়েক আগে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরাহ। আবারো সেখানে ফুলে গেছে বর্তমানে বিশ্বের সেরা এ পেসারের। তার চোট কতটা গুরুত্বর সেটা এখনো জানা যাচ্ছে না। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দলে থাকা শঙ্কা তো থাকছেই।
ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ আয়োজনে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এই আয়োজন সামনে রেখে পাকিস্তানে যেতে হতে পারে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে।
রাজনৈতিক বিরোধের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে দল পাঠাবে না বলে জানিয়েছিল ভারত। অবশেষে হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে মিলে এবারের আসরের আয়োজন করতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। যেখানে বাকি দলগুলো পাকিস্তানে খেললেও ভারত খেলবে দুবাইয়ে।
সাধারণত আইসিসির আর্ন্তজাতিক টুর্ণামেন্টের শুরুতে অংশ নেওয়া সকল দেশের অধিনায়কদের সাথে নিয়ে ট্রফি উন্মোচন করা হয়। যে কারণে দল না গেলেও অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে যেতেই হবে বাবর আজমদের দেশে ।
রোহিতের পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র থেকে বলা হচ্ছে, ‘প্রথমে দল ঘোষণা করা হোক, তারপর আমরা এই বিষয়টা দেখব। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ তবে এটাও শোনা যাচ্ছে, রোহিতকে পাকিস্তানে পাঠানো হতে পারে। কিন্তু সেক্ষেত্রে অনেক সরকারি বিধিনিষেধের মধ্যে থাকতে হবে ভারত অধিনায়ককে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব দল ঘোষণা হয়ে গেলেও এখনো ঘোষণা হয়নি ভারতের স্কোয়াড। তাদের দল ঘোষণা হতে পারে ১৮ বা ১৯ জানুয়ারি। তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ফাইনাল ৯ মার্চ।
এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন (বিবিএসএফ)। আজ বুধবার বনানী ক্লাবে ৩২ জন খেলোয়াড় অংশগ্রহনে শুরু হয়েছে এই বাছাইপর্ব। যা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।
আগামী ১৫ ফেব্রুয়ারি কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের এবারের আসর। আর বাছাইপর্ব থেকে উত্তীর্ণ দুইজন সেরা খেলোয়াড় ওই আসরে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
২০২৪ সালে কোনো ন্যাশনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত না হওয়ায় খেলোয়াড়দের র্যাংকিং করা সম্ভব হয়নি। তবে ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের ১৪ নভেম্বর বাংলাদেশ ক্রীড়া পরিষদের নির্দেশে বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের নতুন কমিটি গঠিত হয় ।
দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই জানুয়ারি মাসে অনুষ্ঠিত সার্ক টুর্নামেন্টে দুইজন খেলোয়াড় পাঠায় বিবিএসএফ । এরই ধারাবাহিকতায় এশিয়ান চ্যাম্পিয়ানশিপের জন্য খেলোয়াড় বাছাই এর প্রক্রিয়াও শুরু করে সংগঠনটি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রুবেল আজিজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিবিএসএফের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএসএফের ভাইস প্রেসিডেন্ট আজিজ আল মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াসাত করিম ভূঁইয়া, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকারের মেম্বার ইনচার্জ সিফাত আহমেদ চৌধুরী ও বনানী ক্লাব লিমিটেডের মেম্বার ইনচার্জ সৈয়দ আহসানুল আপন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ খেলতে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা এখন আছেন বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে আজ বুধবার অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা। আলাপচারিতার ফাঁকে সেখানে উঠে আসে নানান বিষয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের জায়গা না হওয়া নিয়ে নিজের খারাপ লাগার কথা বললেন ঢাকা ক্যাপিট্যালসের তানজিদ হাসান তামিমের।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঢাকা ক্যাপিট্যালসের শেষ ম্যাচে ৫৫ বলে ১২৫ করা লিটন দাসের জায়গা না হওয়া নিয়ে তানজিদ জানান, ভালো না খেললে বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে।
তানজিদ তামিম বলেন, ‘লিটন দাদা কেমন ব্যাটসম্যান, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। এদিক থেকে তাই আমার মন খারাপ যে, উনি দলে নেই। যেভাবে সবশেষ দুই ম্যাচ খেলেছেন, উনার আত্মবিশ্বাস অনেক ওপরে। আশা করি সামনের ম্যাচগুলো অনেক ভালো করবেন’।
নিজেদের অনুশীলন সেশন শেষে সদ্য অবসর নেওয়া নেওয়া তামিম ইকবালের সঙ্গে কথা বলছিলেন ‘লিটল তামিম‘ খ্যাত তানজিদ। সেখানে আলোচনার এক ফাঁকে তার নজরে পড়ে যায় তামিমের ব্যাটের ওপর। হাতে নিয়েই তামিমের কাছ থেকে নিজের জন্য চেয়ে নেন একই মানের ব্যাট। কারণ তামিম ইকবাল সচরাচর যে ব্যাট গুলো ব্যবহার করেন সেগুলো সিএ কোম্পানীর হলেও মানসম্পন্ন এ ব্যাটগুলো বিশেষ ফরমায়েশে বানানো হয়।
তামিম ইকবাল ব্যাটের বিষয়ে বেশ শৌখিন। যে কারণে তার ব্যাট নিয়ে জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে সবার একটা বাড়তি আগ্রহ থাকে। তানজিদ বলেন, ‘অবশ্যই তামিম ভাইয়ের ব্যাট বেশ ভালো। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। সিএ ব্যাট নিয়েই কথা হচ্ছিল ওনার সাথে। আমি বললাম যে, ‘ভাই আমাকে যদি এরকম ব্যাট দেওয়া যায়। আপনি বলে দিলে হয়তো ওরা পাঠাবে।’ এরকম কথাই হচ্ছিল। উনিও বলেছেন যে, ‘ঠিক আছে আমি বলে দেব। ওরা এরকম ব্যাট পাঠাবে।’
আগামীকাল ১৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রামপর্ব।