গলার কাঁটা গিল

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনিংসের প্রথম তিন ওভারেই নেই দুই উইকেট। তানজিম সাকিবের দুর্দান্ত স্পেলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই যেনো এখন শুভমান গিলের কাছে। ২.৪ ওভারে ১৭ রানে দুই উইকেট হারানো ভারতকে জয়ের আশা দেখাচ্ছেন ওপেনার শুভমান। নিজে সেঞ্চুরির দেখা পেয়েছেন সেই সাথে দলকে রেখেছেন ম্যাচে৷

শুরুতেই রোহিত শর্মা এবং তিলক ভার্মার উইকেটে হারানোর পর ভারতকে ম্যাচে ফেরান লোকেশ রাহুল এবং গিল। প্রাথমিক বিপর্যয়ের পর দুজনে গড়েন ৫৭ রানের জুটি। ব্যক্তিগত ১৯(৩৯) রানে রাহুলকে ফেরান মাহেদী হাসান। ৯৪ রানে ব্যক্তিগত ৫ রানে ফেরেন ঈশান কিষান৷ মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে করেন পাঁচ রান। এরপর সুরিয়াকুমার যাদবের সাথে ৪৫ রানের জুটি গড়েন গিল।

বিজ্ঞাপন

সবার আশা যাওয়া দেখতে দেখতে ফিফটি তুলে নেন গিল। ৬১ বলে অর্ধশতক তুলে নেওয়া এই ওপেনার ওয়ানডে ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন ১১৭ বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৯ ওভারে ১৮৩/৬। গিল অপরাজিত আছেন ১০৯*(১২১)। অপরপ্রান্তে থাকা অক্ষর প্যাটেলের রান ২*(২)।

ভারতের প্রয়োজন ৬৬ বলে ৮৩। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন তানজিম সাকিব৷ একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, শেখ মাহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজ।