রেকর্ড গড়ে পাকিস্তান বধ করল ভারত

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। গ্রুপ পর্বের বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে তবু বোলিংয়ে কিছুটা হলেও প্রভাব বিস্তার করেছিল বাবর আজমের দল। তবে সুপার ফোরে বৃষ্টিবিঘ্নিত 'দুই দিনে'র ওয়ানডেতে প্রতিবেশীদের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। কী বোলিং, কী ব্যাটিং - সব বিভাগেই পাকিস্তানকে তুলোধুনো করে ২২৮ রানের রেকর্ড জয় তুলে নিয়েছে ভারত।

রানের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে ভারতের আগের সবচেয়ে বড় জয় এসেছিল ২০০৮ সালে। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে পাকিস্তানকে ১৪০ রানে হারিয়েছিল ভারত। আর ভারত-পাকিস্তান দ্বৈরথে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এতদিন ছিল পাকিস্তানের দখলে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে ধরাশায়ী করেছিল পাকিস্তান। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি রেকর্ডই গুঁড়িয়ে দিল ভারত।

বিজ্ঞাপন

কথায় আছে, সকাল দেখেই নাকি আঁচ করা যায় দিনটা কেমন যাবে। ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচটা যেন এর স্মারক হয়ে রইল। গতকাল টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (৫৬) এবং শুবমান গিল (৫৮)। পাকিস্তানের পেসত্রয়ী শাহিন-নাসিম-হারিসদের দারুণভাবে সামলে দুজনই তুলে নেন ফিফটি। তারা ফেরার পর ক্রিজে আসেন কোহলি এবং রাহুল। তবে বৃষ্টির তোড়ে গতকাল বেশি সময় ব্যাট করার সুযোগ পাননি।

আজ রিজার্ভ ডে'তে সুযোগটা কাজে লাগান তারা। রেকর্ডের বন্যা বইয়ে ক্যারিয়ারে ৭৭তম শতক তুলে নেন কোহলি (১২২*)। পিছিয়ে থাকেননি দীর্ঘ সময় পর ওয়ানডে দলে ফেরা রাহুল (১১১*)। দারুণ প্রতাপে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনিও। তৃতীয় উইকেটে তাদের ২৩৩* রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানের বিপক্ষে যৌথভাবে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ৩৫৬ রান স্কোরবোর্ডে জমা করে ভারত।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বর্তমানে ওয়ানডের সেরা দল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩২ ওভারে ১২৮ রানেই অলআউট হয়ে গেছে তারা। ২৫ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছেন কুলদীপ যাদব।

এই হারে সুপার ফোরের পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে পাকিস্তান। আর সুপার ফোরে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয়ে শীর্ষে স্থান করে নিয়েছে ভারত। আগামীকাল একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রোহিত শর্মার দল।