বাবর-ইমামকে হারিয়ে চাপে পাকিস্তান, বৃষ্টিতে ফের বন্ধ খেলা

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন পাকিস্তানের পেসত্রয়ী শাহিন-নাসিম-হারিস। তবে দারুণ ফর্মে থাকা পাকিস্তানের এই পেস আক্রমণকে ভালোই সামাল দিয়েছেন ভারতের ব্যাটাররা। তাদের তুলোধুনো করে স্কোরবোর্ডে জমা করেছেন ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।

সে রান তাড়া করতে নামা পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেছেন ভারতের পেসাররা। পাকিস্তানি পেসারদের তুলনায় অনেকটা যেন আলোচনার বাইরে ছিলেন তারা। তবে বল হাতে কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে রীতিমত আগুন ঝরাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

৫ ওভার করে পাওয়ারপ্লে'র ১০ ওভার বোলিং করেছেন ভারতের দুই পেসার জশপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ। উইকেট থেকে দারুণ সুইং এবং গতি আদায় করে নিয়েছেন তারা। যার পুরস্কার হিসেবে নিজের তৃতীয় ওভারে বুমরাহ পেয়েছেন ইমাম-উল-হকের উইকেট। ১৮ বলে ৯ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমাম। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন সিরাজ (৫-০-২৩-০)।

১১তম ওভারে বোলিংয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে বোল্ড করে সাজঘরের পথ চিনিয়েছেন হার্দিক পান্ডিয়া। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরের দিকে আসা বলের লাইন মিস করে বোল্ড হওয়া বাবর ফেরার আগে করেছেন ২৪ বলে ১০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৪৪ রান। বৃষ্টিতে এখন বন্ধ রয়েছে খেলা।