ভারতের রানঝড় থামাল কলম্বোর বজ্রবৃষ্টি
ম্যাচের বয়স তখন ২৪.১ ওভার। বলা নেই কওয়া নেই, বৃষ্টি নামল ঝমঝমিয়ে। পড়িমরি করে প্রেমাদাসা স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা ছুটলেন কভার নিয়ে। বাউন্ডারি লাইনে থাকা ফখর জামানও লেগে পড়লেন কাজে, কভার দিয়ে উইকেট ঢাকায় সাহায্য করলেন গ্রাউন্ডসম্যানদের।
এমন বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। কিন্তু ম্যাচের শুরুটায় আবহাওয়া বলছিল, ওসব পূর্বাভাস বুঝি মিথ্যেই হতে চলেছে আজ। কলম্বোয় সূর্য হাসছিল বেশ। খেলা শুরু থেকে এ পর্যন্ত ছিল না মেঘের আনাগোনাও।
ভারত শুরুটাও করেছিল দারুণ। শুরুর উইকেটেই তুলে ফেলেছিল ১২১ রান। দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিল মিলে পাওয়ার প্লেতে তুলে ফেলেন ৬১ রান। এরপর আরো আক্রমনাত্মক হয়ে ওঠেন রোহিত-গিল। দুইজনের ওপেনিং জুটিতে আসে ১০০ বলে ১২১ রান। চার ছক্কা আর ছয় চারে রোহিত করেন ৪৯ বলে ৫৬ রান।
১২১ রানের অধিনায়ক ফেরার পর আরেক ওপেনার গিল ফেরেন পরের ওভারেই। ৫২ বলে ১০ বাউন্ডারিতে করেন ৫৮ রান। ক্রিজে আছেন বিরাট কোহলি ৮*(১৬) এবং লোকেশ রাহুল ১৭*(২৮)। এরপরই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা।