দুরন্ত মিরাজ, উদ্দেশ্যহীন নাঈম - পাওয়ারপ্লে শেষে বাংলাদেশ ৪৭/০

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একজন জাত ওপেনার, অন্যজন আনাড়ি। দুইজনের ব্যাটিংয়ে বৈপরীত্য স্বাভাবিক। তবে যদি সে বৈপরীত্য উল্টো হয়! মানে আনাড়ি ওপেনার যদি স্বচ্ছন্দে ব্যাট চালান, আর জাত ওপেনারের যদি সিঙ্গেল বের করতেই হাপিত্যেশ করতে হয়, তাহলে কেমন হবে! শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ওপেনার নাঈম শেখ আর মেহেদী মিরাজের ব্যাটিং দেখলেই তা বুঝে যাওয়ার কথা।

কাসুন রাজিথা, মাহিশ থিকশানাদের যেখানে স্বচ্ছন্দে সীমানাছাড়া করছেন 'আনাড়ি' ওপেনার মিরাজ, সেখানে নিয়মিত ওপেনার নাঈম ব্যাট করছেন চূড়ান্ত অস্বস্তি নিয়ে। বাউন্ডারি বা ওভার-বাউন্ডারি তো দূরের স্বপ্ন, প্রান্ত বদল করতেই যে তার অবস্থা জেরবার।

বিজ্ঞাপন

দুই ওপেনারের এমন বিপরীতমুখী ব্যাটিংয়ে অবশ্য বাংলাদেশের শুরুটা একেবারে মন্দ হয়নি। ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার মিলে প্রথম পাওয়ারপ্লে শেষ স্কোরবোর্ডে ৪৭ রান জমা করেছেন। ২৩ বলে ২২ রান নিয়ে ব্যাট করছেন মিরাজ, ৩৭ বলে ১৯ রান এসেছে নাঈমের ব্যাট থেকে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশি পেসারদের দুর্দান্ত বোলিংয়ের পরও সাদিরা সামারাবিক্রমার ক্যারিয়ারসেরা ৯৩ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা।