এবার তাসকিনের আঘাত, বিপাকে শ্রীলঙ্কা

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

উইকেটটা প্রথম ওভারেই পেয়ে যেতে পারতেন তাসকিন আহমেদ। সেবার তার পথ আগলে দাঁড়িয়েছিল ডিআরএস। তবে এবার আর কোনো বাধা নয়। তাসকিন পেয়ে গেলেন উইকেটের দেখা। ফেরালেন চারিথ আসালঙ্কাকে। ১৪৪ রানে শ্রীলঙ্কা খোয়াল তাদের চতুর্থ উইকেট।

তাসকিনকে এক ওভার আগে বোলিংয়ে এনেছিলেন অধিনায়ক সাকিব। সে ওভারে দিয়েছিলেন ৩ রান। উইকেটটা এনে দিলেন পরের ওভারে এসে। 

বিজ্ঞাপন

গতির হেরফেরে ব্যাটারদের জন্য অসুবিধা সৃষ্টি করছিলেন প্রায়ই। তাতেই সর্বনাশ হলো আসালঙ্কার। তার স্লোয়ার বলটা মিড অন দিয়ে তুলে মারতে চেয়েছিলেন।

তবে তার শটটা গিয়ে পৌঁছাল স্রেফ ৩০ গজ পর্যন্তই। সেখানে সাকিব সামনে ঝাঁপিয়ে নেন দারুণ এক ক্যাচ। তাতেই ইতি ঘটে আসালঙ্কার।