এবার মেন্ডিসকেও ফেরালেন শরীফুল

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এই দুই ওভার আগেই উইকেটে দুই থিতু ব্যাটার নিয়ে বাংলাদেশকে চোখরাঙানি দিচ্ছিল শ্রীলঙ্কা। তার একজনকে ফিরিয়ে বাংলাদেশকে পরম আরাধ্য ব্রেক থ্রুটা এনে দিয়েছিলেন শরীফুল। এরপর আরেক থিতু ব্যাটার কুশল মেন্ডিসকেও ফেরালেন তিনি। 

নিশাঙ্কা ফিরলেও কুশল মেন্ডিস আশা দেখাচ্ছিলেন লঙ্কানদের। ছুঁয়ে ফেলেছিলেন ৫০ রানের মাইলফলকও। তবে এরপরই বিদায় নিলেন তিনি।

বিজ্ঞাপন

শরীফুলের শর্ট বলটা থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন তিনি। তবে তাতে সফল হননি তিনি। ক্যাচ দিয়েছেন বাউন্ডারি লাইনে থাকা তাসকিন আহমেদের হাতে। ফেরার আগে তিনি করেছেন ৭৩ বলে ৫০ রান।

এর আগে পাথুম নিশাঙ্কাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান শরীফুল। তাতে বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় উইকেটের দেখা। এবারের এশিয়া কাপে দুই দলের প্রথম দেখাতেও নিশাঙ্কাকে ফিরিয়েছিলেন এই শরীফুলই।