বাংলাদেশকে পরম আরাধ্য ব্রেক থ্রু এনে দিলেন শরীফুল

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের জুটিটা দাঁড়িয়ে গিয়েছিল রীতিমতো। শুরুর ধাক্কাটা সামলে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কান ইনিংসটা। তা থামাতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বারবার বোলিংয়ে পরিবর্তন আনছিলেন। অবশেষে বাংলাদেশকে পরম আরাধ্য ব্রেক থ্রুটা এনে দিলেন শরীফুল ইসলাম।

ইনিংসের ২২তম ওভারে বাংলাদেশের শরীফুলকে আক্রমণে ফিরিয়ে আনেন সাকিব। তার প্রতিদানটা ওই ওভারেই প্রায় দিয়ে দিয়েছিলেন শরীফুল। বাউন্ডারি লাইনে কুশল মেন্ডিসের ক্যাচ ছাড়েন শামিম পাটোয়ারী, এরপর আরও একটা বল তার ব্যাট ছুঁয়ে বেরিয়ে যায় স্লিপ দিয়ে, তখন ওই জায়গাটা ছিল ফাঁকা।

বিজ্ঞাপন

তবে সে আক্ষেপটা পরের ওভারেই ঘুচিয়ে দেন শরীফুল। পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। তাতেই বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় উইকেটের দেখা। এবারের এশিয়া কাপে দুই দলের প্রথম দেখাতেও নিশাঙ্কাকে ফিরিয়েছিলেন এই শরীফুলই।