টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ আজ মুখোমুখি শ্রীলঙ্কার। এ ম্যাচেও টস ভাগ্য বাংলাদেশের পক্ষেই এসেছে। অধিনায়ক সাকিব আল হাসান নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে এসে টানা চার বারের মতো টস জিতলেন সাকিব আল হাসান। বাংলাদেশের জন্য সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ হলেও লঙ্কানদের প্রথম ম্যাচ৷
বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন৷ ব্যাটার আফিফ হোসেন ধ্রুবের পরিবর্তে একাদশে এসেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম হোসেন৷
শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টে প্রথম দেখায় আগে ব্যাট করে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৬৪ রানে। ঘরের মাঠে পাঁচ উইকেটের সহজ জয় তুলে নিয়েছিলো স্বাগতিকরা। এর আগে লাহোরে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে হেরেছিলো টাইগাররা৷
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ।