টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপারফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এই ম্যাচ জিতলে সরাসরি সুপারফোরে জায়গা করে নেবে শ্রীলঙ্কা। আফগানিস্তান জিতলে তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য পক্ষে গিয়েছে লঙ্কানদের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডেশটির অধিনায়ক দাসুন শানাকা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুই দলই নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। টস জিতে ব্যাটিং নিয়ে লঙ্কান অধিনায়ক শানাকা বলেন, আগে ব্যাটিং করে বড় একটা স্কোর দাঁড় করাতে চান তারা। অন্যদিকে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি অবশ্য টস হারলেও খুব একটা হতাশ নন। বললেন, যেহেতু জিতলেও তাদের নেট রানরেটের সমীকরণ নিয়ে মাথা ঘামাতে হবে, তাই পরে ব্যাটিং করাকেই সমীচীন মনে করছেন তারা।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবদিন নাঈব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি