টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করছে বাংলাদেশ

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওপেনিং জুটিতে পরিবর্তন এনে সুফল পাচ্ছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগান বোলারদের তুলোধুনো করে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করছেন বাংলাদেশের দুই ওপেনার নাঈম শেখ এবং মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে নাঈম এবং তানজিদের ওপেনিং জুটি থেকে এসেছিল মোটে ৪ রান। অথচ আফগানিস্তানের বিপক্ষে নাঈম-মিরাজ জুটি শুরু থেকেই খেলেছেন মারকাটারি কায়দায়। মাত্র ৪৭ বলে তাদের জুটি ছুঁয়েছে অর্ধশত রানের মাইলফলক।

বিজ্ঞাপন

তবে পাওয়ারপ্লে'র শেষ বলে আফগান স্পিনার মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন ওপেনার নাঈম। তাতে ৬০ রানে থেমেছে দুর্দান্ত এই ওপেনিং জুটি। মুজিবের বলে ফেরার আগে ৩২ বলে ৫ চারে ২৮ রান করেছিলেন তিনি। সঙ্গী ফিরে গেলেও দারুণ সব শটে ২১ রান করে এখনো ক্রিজে আছেন মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন তিনে নামা তাওহীদ হৃদয়।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।