ওপেনিংয়ে মিরাজ, উড়ন্ত শুরু বাংলাদেশের

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টিমশিটে বড়সড় চমক দেখা গেল। অভিষেক ম্যাচে ব্যর্থতার পর দল থেকে বাদ পড়েছেন ওপেনার তানজিদ হাসান। ওপেনিংয়ে তার জায়গা নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে ওপেনিং জুটি নিয়ে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত আপাতত কাজে দিচ্ছে। আফগানদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৩ ওভারে বিনা উইকেটে ৩০ রান তুলে ফেলেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংস শুরু করতে নামলেন মেহেদী হাসান মিরাজ। এর আগে প্রথমবারও এশিয়া কাপের মঞ্চেই ওপেন করেছিলেন এই অলরাউন্ডার। তামিম ইকবাল চোটে পড়ায় ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন মিরাজ। সে ম্যাচে এই দুজনের ওপেনিং জুটিতে এসেছিল ১২০ রান। ৫৯ বলে ৩২ রান করেছিলেন মিরাজ।

শ্রীলঙ্কার বিপক্ষে কিছুটা রয়েসয়ে ব্যাট চালালেও আফগানদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন নাঈম শেখ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ বলে ৪ চারের সাহায্যে ২০ রান করেছেন তিনি। এখনো রানের খাতা খোলেননি মিরাজ।