আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: পিসিবি

ছবি: পিসিবি

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও আগে ব্যাট করেছিল সাকিব আল হাসানের দল। তবে সেদিন পাল্লেকেলের প্রতিকূল উইকেটে আগে ব্যাট করার সিদ্ধান্ত খুব একটা কাজে দেয়নি টাইগারদের।

পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে বড় হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ এখন টুর্নামেন্টে টিকে থাকার। আফগানদের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। এছাড়া প্রথম ম্যাচ মাত্র ৩৯ ওভারে হেরে যাওয়ায় নেট রানরেটেও বাংলাদশের অবস্থান সুবিধাজনক নয়। তাই আজ আফগানদের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বড় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

আফগানিস্তানের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকা তানজিদ হাসান, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান দল থেকে বাদ পড়েছেন। আফগানদের বিপক্ষে একাদশে তাদের জায়গা নিয়েছেন আফিফ হোসেন, শামিম হোসেন ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ্‌, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবদিন নাঈব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি