গুজব নয়, এবার সত্যিই চলে গেলেন হিথ স্ট্রিক

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার আর কোনো গুজব নয়। পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন জিম্বাবুয়ের কিংবদন্তি সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক। জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

গত ২৩ আগস্ট জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হেনরি ওলোঙ্গার একটি টুইটের মাধ্যমে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে হিথ স্ট্রিক পরে নিজেই জানান যে, তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে ক্যানসারের লড়তে থাকা স্ট্রিক তখন বেঁচে থাকলেও তার শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না। মৃত্যুর সে গুজব ছড়িয়ে পড়ার দিন দশেক পরে সত্যিই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই কিংবদন্তি ক্রিকেটার।