বৃষ্টি শেষে শাহিনের জোড়া আঘাত

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তান মহারণের শুরুতেই বৃষ্টি এসে বাগড়া দিয়েছিল। আধঘণ্টা বন্ধ থাকার পর আবারও মাঠে গড়িয়েছে খেলা। তবে সেটা ভারতের জন্য সুখকর কিছু হলো না। বৃষ্টি শেষে খেলা মাঠে গড়াতেই যে হারাল অধিনায়ক রোহিত শর্মাকে! এক ওভার বিরতি দিয়ে কোহলিকেও সাজঘরের পথ দেখিয়ে দিলেন তিনি।

ওভার দ্য উইকেট থেকে ম্যাচের শুরু থেকেই রোহিতের স্টাম্পকে লক্ষ্য বানিয়ে তাকে ফেরানো, শেষ কয়েক বছরে যতবারই দেখা হয়েছে ভারত-পাকিস্তানের ততবারই এই ছিল শাহিন শাহের কৌশল। সেটা আজও করেছেন তিনি। তবে তাতে সাফল্য মিলছিল না। দুটো বাউন্ডারিও হজম করতে হয়েছিল তাকে। 

বিজ্ঞাপন

তবে বৃষ্টির পর সে কৌশলেই সাফল্য মিলল। আগের দুটো বল গুড লেন্থ থেকে বাইরে নিয়ে গিয়েছিলেন শাহিন, তৃতীয় বলটা ঢোকালেন ভেতরে। তার তাতেই সর্বনাশ হলো রোহিতের। রক্ষণ ভেদ করে অফ স্টাম্প ভাঙে তার।

ঈশান কিষান-শ্রেয়াশ আইয়াররা একাদশে থাকায় কোহলি চারে নামবেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিল ম্যাচের আগে। তবে কোহলি শেষে নামেন তিনেই। তাতে অবশ্য কাজ হলো না। শাহিনের শিকার হয়ে ফেরেন সাজঘরে। ২৭ রানে ভারত খুইয়ে বসে ২ উইকেট।