ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির বাগড়া

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়িয়েছে। টস জিতে ব্যাট করতে নেমেছে ভারত। তবে এরপরই পাল্লেকেলের আকাশ কেঁদেছে অঝোরে। বৃষ্টি হচ্ছে বেশ, তাতে শঙ্কা জেগেছে ম্যাচ নিয়েও।

ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, সেখানে এখন হালকা বৃষ্টিপাতও হচ্ছে। পিচ এবং মাঠের কিছু অংশ তাই কাভারে মুড়ে দেয়া হয়েছে। তবে এর ফলে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ক্রিকইনফোর শ্রীলঙ্কা প্রতিনিধি অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দো।

বিজ্ঞাপন

এর আগে ভারত টসে জিতে নামে ব্যাটিংয়ে। বোলিংয়ে পাকিস্তান শুরুটা ভালোই করেছিল। শাহিন শাহ আফ্রিদির বলে স্কয়ার লেগে রোহিত শর্মার ক্যাচ ফেলেছে পাকিস্তান, তখন রোহিত রানের খাতাই খুলতে পারেননি। এরপর নাসিম শাহও সুযোগ তৈরি করেছিলেন উইকেটের।

তবে ভারত সেসব সামলেছে ভালোভাবেই। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে তুলে ফেলেছে ১৫ রান।