মহারণের ১৯ ঘণ্টা আগেই একাদশ জানিয়ে দিল পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

 

রাত পোহালেই এশিয়া কাপে মুখোমুখি হবে ক্রিকেট বিশ্বের অন্যতম দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। সে মহারণের আরও ১৮ ঘণ্টা মতো বাকি। তবে এই সময়ই পাকিস্তান জানিয়ে দিয়েছে, এই ম্যাচে তাদের দলে থাকছে কারা কারা। 

বিজ্ঞাপন

নেপালের বিপক্ষে বিশাল এক জয় দিয়ে পাকিস্তান এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে। অধিনায়ক বাবর আজম সে ম্যাচে করেছিলেন ১৫০ রান, সঙ্গে ইফতিখার আহমেদের ঝোড়ো সেঞ্চুরি গড়ে দেয় দলটির বিশাল জয়ের ভিত। এরপর বোলাররা তাদের কাজটা সেরেছেন ঠিকঠাক, তারই ফল এমন বিশাল জয়। 

এ জয়ের পরই ভারতের মুখোমুখি বাবররা। এ ম্যাচের আগে অবশ্য বেশ সতর্ক শোনাল পাক অধিনায়ককে। জানালেন, পাক-ভারত দ্বৈরথটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হতে চলেছে। তবে সে ম্যাচটা যে একাদশ নিয়ে খেলেছিল বাবর আজমের দল, সেটা নিয়েই আগামীকাল মাঠে নামছে তারা। গতকাল এক টুইটে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান একাদশ-
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।