৫০ তুলতেই শ্রীলংকার নেই ৩ উইকেট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর মাত্র ২২২ বলে ১১১ রান প্রয়োজন শ্রীলংকার। বাংলাদেশের মতোই শুরুতে হোঁচট খেয়েছিল লংকানরা। সময়ের সাথে সাথে লংকান ব্যাটসম্যানরা পিচে থিতু হতে শুরু করে। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান। কুশাল মেন্ডিজকে ব্যক্তিগত ৫ রানে আউট করেন সাকিব।

এর আগে টসে জিতে বাংলাদেশ শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও উদ্বোধনী জুটি ভালো করতে পারেনি। অভিষেক ম্যাচটা স্মরণীয় করতে রাখতে পারলেন না তানজিদ হাসান তামিম। শূন্য রান করেই আউট হন তিনি। এরপর নাজমুল হোসেন শান্ত ছাড়া বাকি সবাই ছিলেন আশা যাওয়ার মধ্যে।

বিজ্ঞাপন

নাঈমের ব্যক্তিগত ১৬ ও সাকিবের ৫ রানে ফিরে যাওয়ার পর শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তৌহিদ আর শান্ত মিলে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি তৌহিদ। ব্যক্তিগত ২০ রান করে সানাকার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হয়ে সাজঘরে ফিরেন তৌহিদ। এরপর অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ব্যক্তিগত ১৩ রান করে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত শান্তর সর্বোচ্চ ৮৯ রানের পুঁজিতেই বাংলাদেশ ১৬৪ রানে অলআউট হয়।