এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান ও আফিফ হোসেন

সাকিব আল হাসান ও আফিফ হোসেন

এশিয়া কাপের আগে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পেয়েছে বাংলাদেশ।টি-টোয়েন্টি সংস্করণের এ আসরে লাল-সবুজের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এটা তো সবারই জানা। 

তবে সহ-অধিনায়ক হিসেবে কে দায়িত্ব পালন করবেন এতদিন ঠিক তা ঠিক ছিল না। বিসিবি জানিয়েছে, এবারের এশিয়া কাপে সাকিবের ডেপুটি হিসেবে থাকবেন আফিফ হোসেন।

বিজ্ঞাপন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। ৩০ আগস্ট টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। 'বি' গ্রুপের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে টাইগাররা।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।